Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৫, ১১:৫০ এএম


পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনের ওই ভবনে আগুন লাগে। নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ১০টায়।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, এক ঘণ্টার চেষ্টায় পুরানা পল্টনের মানিকগঞ্জ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ১০টায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ছয়টি ইউনিট কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয় জানা যায়নি বলে জানান লিমা খানম।  

বিআরইউ

Link copied!