Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

বিডিআর হত্যাকাণ্ড

সরকারের ওপর বিশেষ মহল চাপ প্রয়োগ করছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৫, ১২:৩১ এএম


সরকারের ওপর বিশেষ মহল চাপ প্রয়োগ করছে

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকারের ওপর একটি বিশেষ মহল চাপ প্রয়োগ করছে বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।

বলেন, বিডিআর হত্যাকাণ্ড মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি হবে। এই শুনানির সময়সীমা অনেক বেশি দীর্ঘ। আদালতে আগুন দেয়া বিশাল ষড়যন্ত্রের অংশ।

বৃহস্পতিবার বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তৃতায় এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।

মাহিন সরকার বলেন, বিডিআর সদস্যদের দুদিনের অবস্থান কর্মসূচির পরও আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তবে আলটিমেটাম দেওয়ার পর যোগাযোগ করে দাবি-দাওয়া যৌক্তিক বলে জানানো হয়েছে। আলোচনার জন্য সভা ডেকেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, সবাইকে সংযুক্ত করে মাঠে নামতে চাই। আগামী শুক্র ও শনিবার অনলাইন এবং অফলাইনে জেলায় জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি, রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে।

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে দুপুর দেড়টার দিকে বিডিআর পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ শুরু করেন। এর ফলে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়েছিল।

ইএইচ

Link copied!