উত্তরা প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫, ১০:২৬ পিএম
উত্তরা প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫, ১০:২৬ পিএম
রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পূর্ব থানার সামনে ওসি মহিববুল্লাহকে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা।
রোববার বিকাল ৪টার দিকে এ মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শতাধিক সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, উত্তরা পূর্ব থানার ওসি মহিববুল্লাহ দায়িত্ব পালনকালীন সময়ে উত্তরা পূর্ব থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করতে তার ছিল আপোষহীন সংগ্রাম। তার মতো অফিসারের আপোষহীন কাজের কারণে স্বস্তি লাভ করেছে উত্তরাবাসী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একজন সাবেক অফিসার ইনচার্জকে গ্রেপ্তারের পর পলায়ন ছিল অনাকাঙ্ক্ষিত, এখানেও তিনি দক্ষতার সহীত দায়িত্ব পালনে স্বাক্ষর রেখেছেন। যেখানে শুধু কনস্টেবল আসামি পাহারা দেয়, সেখানে তিনি একাধিক অফিসার পর্যন্ত নিয়োগ দিয়েছেন। একজন অফিসারের গাফিলতির কারণে ঘটনা সংগঠিত হয়েছে, যা দুঃখের বিষয়।
আসামি পলায়নের পরে সাহসী অভিযান দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী অব্যাহত রেখেছে, আমরা আশা করি তিনি আবারও গ্রেপ্তার হবেন। পুলিশ হেফাজতে আসামি পলায়ন এটা নতুন কিছু নয়, এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, ওসি মহিববুল্লাহ দায়িত্বশীল অবস্থায় থাকাকালীন খুব সুন্দর করে সাধারণ মানুষ দিনে ও রাতে চলাচল করতে পারতো। বর্তমান সময়ে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও ছিনতাইকারীর কবলে পড়ছেন।
ইএইচ