Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

ডেইলি পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে মামলা: ডিইউজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৫, ০৩:২৯ পিএম


ডেইলি পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে মামলা: ডিইউজের উদ্বেগ

সংবাদ প্রকাশের জেরে ইংরেজি দৈনিক দ্যা ডেইলি পোস্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আল ইহ্সানের বিরুদ্ধে রাজধানীর একটি আদালতে মানহানির মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ প্রকাশিত হলে সংক্ষুব্ধ ব্যক্তি তার প্রতিবাদ দিতে পারেন। প্রতিবাদ ছাপা না হলে প্রেস কাউন্সলে প্রতিকার চাওয়ার বিধানকে অনুসরণ না করে সংবাদ মাধ্যম, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। 
বিবৃতিতে বলা হয়, সত্য প্রকাশ করলেই নানাভাবে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ সত্য সংবাদ পরিবেশনে দেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা প্রতিজ্ঞাবদ্ধ। এ ধরনের হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সত্য প্রকাশ করা থেকে বিরত রাখা যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।  

অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ১৮ ও ২৪ তারিখে ডেইলি পোস্টে Dhaka Cotton evades tax despite collecting from staff এবং Dhaka cotton mill anomaly: A lot of allegations against Sheikh Samiul Islam শিরোনামে দুইটি সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ দুইটি প্রকাশের জেরে গত ১৩ নভেম্বর প্রতিবেদকে কোনো প্রকার নোটিশ ছাড়াই চীফ ম্যাজিস্ট্রেট আদালত- ১৫ তে ৫০০/৫০১ ধারায় একটি মামলা দায়ের করা হয়। উত্তরা পশ্চিম থানার মামলাটির নাম্বার ১৭৮৫/২৪।

ইএইচ

Link copied!