Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সড়ক সংস্কারের দাবিতে গেন্ডারিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৫, ০৭:৫৫ পিএম


সড়ক সংস্কারের দাবিতে গেন্ডারিয়ায় মানববন্ধন

রাজধানীর গেন্ডারিয়ার লোহারপুল থেকে পোস্তগোলা ক্যান্টনমেন্ট পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। এতে স্থানীয় শত শত লোক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন ৪৩ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্য দেন- মানবাধিকার সংগঠন লাইট হাউসের মহাসচিব এবিএম সাইফুল্লাহ।

বক্তব্য দেন- ছাত্রনেতা আশিকুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল লতিফ, সিয়াম আনসারী, হাফেজ মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা লকিয়ত উল্যাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম সাইফুল্লাহ বলেন, দীর্ঘ বছর ধরে লোহারপুল থেকে পোস্তগোলা ক্যান্টনমেন্ট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সম্পূর্ণ সড়কটি খানাখন্দকে ভরা। প্রায়ই বিভিন্ন রকম যানবাহন দুর্ঘটনায় নিপতিত হয়। এই সড়ক দিয়ে দৈনিক লাখ লাখ মানুষের যাতায়াত কিন্তু তাদের অসহ্য যন্ত্রণা বহন করে যাতায়াত করতে হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে এ সড়ক উন্নয়নের জন্য স্মারকলিপি দেয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয়নি। এলাকার বিভিন্ন গলিতে উন্নয়নের নামে রাস্তা ভাঙচুর করে রাখা হয়েছে, কিন্তু সংস্কার করা হচ্ছে না। ফলে জনদুর্ভোগ বেড়েই চলছে। আমরা এর সমাধান চাই। তা না হলে এলাকার জনসাধারণকে নিয়ে রাস্তা অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

মানববন্ধন শেষে লোহারপুল থেকে গেন্ডারিয়া থানা পর্যন্ত একটি মিছিল করা হয়।

ইএইচ

Link copied!