আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:৫৪ পিএম
আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:৫৪ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে পদোন্নতি দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রওয়ানা দিয়েছেন আন্দোলনরত শিক্ষদের ১০ সদস্যের প্রতিনিধিদল।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার পর শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন তারা।
প্রতিনিধি দলে রয়েছেন- মো. মাহবুবুর রহমান, মো.লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।
এর আগে রাজধানীর জাতীয় শহীদ মিনারে আয়োজিত `শিক্ষক সমাবেশ ২০২৫` থেকে মার্চ ফর ১০ম গ্রেড আদায়ে বিকাল ৩টা ৪০ মিনিট নাগাদ শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করা হয়। পরে বিকাল ৪টা ৩ মিনিট নাগাদ মিছিলটি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পৌছালে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে আন্দোলনকারীরা শাহবাগ টিএসসি সংলগ্ন জাতীয় জাদুঘরের সামনের সড়কে বসে পরেন।
এসময় আন্দোলনরত শিক্ষকদের- `এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
স্মারকলিপিতে বলা হয়—
সারা বাংলাদেশ হতে আগত আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সাধারণ শিক্ষকের ব্যানারে ‘শিক্ষক সমাবেশ- ২০২৫’ এর মাধ্যমে ১০ম গ্রেডের দাবিতে আপনার কাছে এই স্মারকলিপির মাধ্যমে আমাদের নিম্নোক্ত ১ দফা ১ দাবী হলো: অবিলম্বে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড (শতভাগ পদোন্নতিসহ) প্রদান করুন।
সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবীর পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বলা হয়—
১। একই যোগ্যতা, একই কারিকুলাম একই শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করানো পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (২য় বিভাগ), বেতন গ্রেড ১০ম।
২। পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড ১০ম।
৩। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচ.এস.সি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড ১০ম।
৪। উপ-সহকারি কৃষি অফিসার পদের নিয়োগ যোগ্যতা এস.এস.সি (৪ বছর কৃষি ডিপ্লোমা) বেতন গ্রেড ১০ম।
৫। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচ.এস.সি বর্তমানে স্নাতক সমমান বেতন গ্রেড ১০ম (প্রস্তাবিত)।
৬। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম ও ৯ম।
৭। অষ্টম শ্রেণি পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম।
৮। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সম্মান, বেতন গ্রেড ১০ম।
কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা যা এখনও ১৩ম গ্রেড রাষ্ট্রের ৩য় শ্রেণী কর্মচারী হিসেবে নিয়োজিত।
বিআরইউ