Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

সভাপতি বাবলু, সম্পাদক জহির

বনশ্রী-আফতাবনগর প্রেসক্লাবের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৫, ২০২৫, ০৮:৪৭ পিএম


বনশ্রী-আফতাবনগর প্রেসক্লাবের আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ করেছে ‘বনশ্রী-আফতাবনগর প্রেসক্লাব’। রাজধানীর বনশ্রী-আফতাবনগর ও এর আশপাশের এলাকায় বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

সম্প্রতি দক্ষিণ বনশ্রী আমাজন রেস্টুরেন্টে এক বিশেষ সভায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

এই কমিটির মেয়াদ হবে (২০২৫-২০২৬) দু’বছর।

সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্রের সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন বাবলু পণ্ডিত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের সাংবাদিক জহুরুল ইসলাম।

এ কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. আবুল হাসিম, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ ও মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদুল আলম খান, রাকিব হোসেন প্রমুখ।

শুরুতে মো. মোসলেহ উদ্দিন বাবলু পণ্ডিতের সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সভা পরিচালনা করেন সাংবাদিক জহুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মনিরুজ্জামান।

এ সময় বনশ্রী ও আফতাবনগর এলাকায় বসবাসরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাধারণ সদস্যরা।

ইএইচ

Link copied!