Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

সুশিক্ষা ও সমাজসেবার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৫, ০৭:১৯ পিএম


সুশিক্ষা ও সমাজসেবার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

সুশিক্ষা ও সমাজসেবার মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। ‘বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ’ সেই স্বপ্ন পূরণের পথে পথপ্রদর্শক হবে।

শনিবার (২৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ’ নামে একটি সংগঠনের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও নবনির্বাচিত বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংগঠন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, একতা এবং দায়িত্বশীলতার বীজ বপন করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক এবং বিশিষ্ট নাগরিকরা। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে এ ধরনের সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমের একটি সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করা হয়। এতে উল্লেখ করা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরএস

Link copied!