Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

নীলক্ষেতে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৫, ১২:১১ এএম


নীলক্ষেতে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

পুলিশ শান্ত করার চেষ্টা করলেও উভয়পক্ষই নানান স্লোগান দিচ্ছে।

রোববার রাতে সাড়ে ১১টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও শান্ত করতে পারছে না।

এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ও ঢাবি শিক্ষার্থীরা অবস্থান নেয় স্যার এ এফ রহমান হলের সামনে। এর ফলে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্ত করার চেষ্টা করেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এর আগে রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরও শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!