নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৫, ১১:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৫, ১১:৪৪ এএম
দূষিত শহরের তালিকায় আজ সকালে শীর্ষে উঠে এসেছে মেগাসিটি ঢাকার নাম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩০১ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
সোমবার সকাল আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের পর্যবেক্ষণ বলছে, সকালে ঢাকার বাতাসের একিউআই ৩০১, বায়ুমানের এই পরিস্থিতিকে বলা হয় `ঝুঁকিপূর্ণ` বা ‘বিপজ্জনক’। এই স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা।
একই সময়ে ২৪৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কলকাতা এবং পঞ্চম অবস্থানে আছে কাঠমান্ডু। নেপালের রাজধানীর স্কোর ১৭৭।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
ইএইচ