Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

গভীর রাতে ঢাকায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৫, ০১:০১ পিএম


গভীর রাতে ঢাকায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর আফতাবনগরের চায়না প্রজেক্ট এলাকায় আব্দুস সালাম নামের এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, রাতে খবর পেয়ে আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকা থেকে আহত অবস্থায় ওই চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছিনতাইকারীরা মাথায় আঘাত করে তার কাছে থাকা অটোরিকশাটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!