Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৫, ০২:৩১ পিএম


সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

একই সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। তবে ল’ অ্যান্ড অর্ডার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি। যেহেতু সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব, তাই সবাইকে শান্ত থাকতে হবে। অধৈর্য হলে কোনো ফল আসবে না।’

আইনশৃঙ্খলা বাহিনীকেও তিনি পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করার জন্য নির্দেশ দিয়েছেন। ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘ধৈর্য ও আলোচনা যেন প্রতিটি সমস্যার সমাধানের মাধ্যমে এগিয়ে যায়।’

সড়ক অবরোধ প্রসঙ্গে তিনি জানান, ‘রাস্তা বন্ধ না করে, মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ জানানো ভালো। এতে জনগণের দুর্ভোগ কমবে। যদি দাবি থাকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমাধান চাওয়ার অনুরোধ করছি।’

অবশেষে, তিনি ছাত্রদের প্রতি বলেন, ‘ছাত্ররা দেশের জন্য কাজ করে, তাদের কাজ সবসময় ইতিবাচক থাকে। কোনো ভুল হলে, সেটা ধৈর্য দিয়ে মোকাবেলা করা উচিৎ।’

ইএইচ

Link copied!