Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫,

চাঁদা চাওয়ার অভিযোগে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৫, ০৩:৪৭ পিএম


চাঁদা চাওয়ার অভিযোগে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের পদ স্থগিত

জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা চাওয়ায় দলের পক্ষ থেকে শোকজের পর বহিস্কার করা হয়েছে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনকে।

জানা গেছে, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ অপকর্ম করে নিজ এলাকা ছাড়াও রাজধানী ঢাকায় নামে বেনামে গড়ে তোলেছেন শত কোটি টাকার সম্পদ। এতদিন এলাকার মানুষ ভয়ে মুখ না খুললেও এখন তার না অপকর্ম নিয়ে এলাকায় চলছে নানা সমালোচনা।  

গত ২৫ জানুয়ারি ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়- ঝালকাঠি জেলা বিএনপির অধীন রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া দলের সব ধরনের নেতাকর্মীকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার নির্দেশনা ও দেয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

এর আগে নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবি করার কারণে তাকে শোকজসহ তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপির পক্ষ থেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা নাসির উদ্দিন আকন এক সময় ছিলেন একজন সাধারণ আখ বিক্রেতা। পরবর্তীতে দলীয় নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও ঠিকাদারির মাধ্যমে বর্তমানে রাজাপুরে একক আধিপত্য বিস্তার করে।

এছাড়া গণঅভ্যুত্থানের পর তিনি নিজের কর্তৃত্ব নিয়ে আসেন পুরো উপজেলা। ঠিকাদারি, দখল, চাঁদাবাজি সবই চলতো তার কথামতো, কেউ বাধা হয়ে দাঁড়ালে পড়তে হয় তার বাহিনীর রোষাণলে।

জানা যায়, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাদের টাকার বিনিময়ে পুনর্বাসনসহ অন্তত ৩৫ কোটি টাকার সরকারি কাজ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে দলীয় নেতাকর্মীদের জিম্মি করে একছত্র আধিপত্য কায়েম করেছে এই বহিস্কৃত নেতা। তার ইচ্ছার বিরুদ্ধে গেলেই মামলাসহ দল থেকে বহিষ্কারের ঘটনা রয়েছে বলে জানা যায়।

নাসিম উদ্দিন আকনের রাজাপুর উপজেলায় ৫০ একর জায়গার উপর ইটের ভাটা ও বাড়ি, দোকান মিলিয়ে ২০টি ভবন রয়েছে। এছাড়াও বরিশালের বটতলা এলাকায় পাঁচতলা একটি ভবন ও খুলনায় একটি ফ্লাট রয়েছে।

এখানেই শেষ নয় ঢাকার মিরপুর মাজার রোডে দশ শতাংশ জমির উপর ছয়তলা একটি ভবনসহ নামে বেনামে শত কোটি টাকার সম্পদ গড়েছেন এই নেতা।

এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন বলেন, চাঁদাবাজির অভিযোগে নাসির উদ্দিন আকনকে বহিষ্কার করা হয়েছে, ঘটনাটি সত্য ও অত্যান্ত দুঃখজনক। তার কাছ থেকে এমনটা আশা করিনি, আমার মতে সে অভিযোগগুলো প্রমাণ করুক।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন মুঠোফোনে বলেন, চাঁদাবাজির বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। এছাড়া পূর্বের মামলা আছে কী না আমার জানা নাই।
এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, আমার বিরুদ্ধে দল থেকে শোকজ নোটিশ তারা দিতেই পারে। আমিও তার উপযুক্ত জবাব দেব। তবে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ দেয়া হয়েছে তা মোটেও সত্যি নয়। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে।’

ইএইচ

Link copied!