নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:৩৮ এএম
ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার মামলায় এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন অর রশিদের ‘সিন্ডিকেটের প্রধান’ হিসেবে পরিচিত আবু সাদেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার এসআই আব্দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশনায় ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন জুলফিকার আলী নামের ভুক্তভোগী ব্যবসায়ী।
মামলার আসামিরা হলেন আবু সাদেক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার মো. শামিম।
ইএইচ