আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৩:১৯ পিএম
আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৩:১৯ পিএম
রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের বিপরীতে ফুটপাত থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পরীক্ষা করে দেখতে পায় এগুলো আসলে ককটেল। পরে ককটেলটি ধ্বংস করা হয়।
শেরে বাংলা এক নগর থানার ডিউটি অফিসার জানান, দুপুর ১২টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে এক ব্যক্তি পুলিশকে বোমা সাদৃশ্য বস্তুর সংবাদ দেন।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পাশাপাশি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটেও খবর দেয়া হয়। পরে বেলা পৌনে ১টার দিকে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।
শেরে বাংলা নগর থানার ওসি গোলাম আজম জানান, বোমা সদৃশ যে বস্তুটির কথা জানা গেছে সেটি একটি ককটেল। সেটা উদ্ধার করে ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য টি করা হয়ে থাকতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।
বিআরইউ