Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:২২ পিএম


সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেরপুর জেলা পুলিশের অনুরোধে রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ইস্কাটন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া নিশ্চিত করেছেন।

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর সদর থানায় গত ১৯ আগস্ট দায়ের করা মামলায় সৈয়দা মোনালিসা হোসেন অভিযুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, মোনালিসা হোসেন মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে রাশিয়ায় বিপুল পরিমাণ অর্থ পাচার করতেন। এছাড়া তিনি জুয়া এজেন্টদের নিরাপত্তা প্রদান করতেন এবং এই সমস্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল একটি অডিও সাক্ষাৎকারে জানান, ‘ভাইয়ের দুর্নীতি আমাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। ফরহাদ হোসেনের অবৈধ কার্যকলাপে দু হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি অর্জিত হয়েছে। কানাডায় তার বাড়ি রয়েছে, ঢাকায় একাধিক সম্পত্তি রয়েছে। এগুলোর নিয়ন্ত্রক ছিলেন তিনি এবং তার স্ত্রী।’

ইএইচ

Link copied!