Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

এমিটি ইন্টেরিয়রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:১১ পিএম


এমিটি ইন্টেরিয়রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বনামধন্য ইন্টেরিয়র ফার্ম এমিটি ইন্টেরিয়র সলিউশন এন্ড আর্কিটেক্টসের ৯ম বর্ষে পদার্পণ ও ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালক নরুল ইসলামের বুলবুলের সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এমিটি ইন্টেরিয়র সলিউশন এন্ড আর্কিটেক্টসের ক্লাইন্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. বদরুন নেছা আহমেদ তামান্ন। 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনারস্ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ভূইয়া।

এছাড়াও মেহমান হিসাবে উপস্থিত ছিলেন— মো. আলম শরীফ, বিডকোয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম রেজাউল হক, এডভোকেট খোরশেদ আলম, বিডকোয়ার সেক্রেটারি মো. কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. সোহেল আহমেদ, এম এ মান্নান, মো. বাদল সরদার, মো. নাজমুল হক খান।

উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, এমিটি ইন্টেরিয়র সলিউশন এন্ড আর্কিটেক্টস লিঃ গ্রাহকের আস্থার প্রতিফলন স্বরূপ কোয়ালিটি সম্পন্ন কাজ করে যাচ্ছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কর্মস্থান সৃষ্টি করছে যা দেশের বিকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে। সবাই আশা প্রকাশ করেন এমিটি ইন্টেরিয়র সলিউশন এন্ড আর্কিটেক্টস লিঃ গ্রাহকের আস্থার উদাহরণ তৈরি করুক।

বিআরইউ 
 

Link copied!