নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:৪০ পিএম
নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:৪০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব হাসান মামুন হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সক্রিয় নেতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মুক্তারকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন-র্যাব।
গতকাল রোববার লালবাগ কেল্লার মোড় চকবাজার নোয়াখালী পলিথিন সিন্ডিকেটের সভাপতি খালিদ সাইফুল্লাহর অফিস থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল। গ্রেপ্তারের পর গতকাল রাতেই কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কাফরুল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার মুক্তারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে মামুন হত্যা মামলা ছাড়াও ঢাকার বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ, ডাকাতি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে মামলার এজাহার সুত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে (১৯ জুলাই) বিকালে মিরপুরের বিআরটিএর সামনে আন্দলোনরতদের ওপর অতর্কিত গুলি চালায় মুক্তারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সেখানে বুকে গুলিবিদ্ধ হন মামুন। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় জাতীয় অর্থোপডিক হাসপাতাল ও পুনর্বাসন সেন্টারে (নিটোর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহত মামুনের স্ত্রী এ ঘটনায় ১৬১জনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি পতিত সরকারের প্রধান শেখ হাসিনা, দ্বিতীয় আসামি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জানতে চাইলে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ উল ইসলাম বলেন, রোববার র্যাব-১০ এর সদস্যরা মামুন হত্যা মামলার আসামি মুক্তার গ্রেপ্তার করে। গতকাল রাতেই কাফরুল থানায় হস্তান্তর করে।
তিনি বলেন, আমরা তাকে আদালতে নিয়েছি। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন বাকিটুকু তদন্ত শেষে বলা যাবে৷
এদিকে মুক্তারের বিরুদ্ধে ৫ আগস্টের আগে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভারতের বিভিন্ন সীমান্ত থেকে মাদক, ফেন্সিডিল, চোরাইপথে আসা শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন কসমেটিক ঢাকায় এনে সরবরাহ করতেন বলেও অভিযোগ রয়েছে। মুক্তার সরাসরি সীমান্ত চোরাচালান ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
আরএস