নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:০৩ পিএম
রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু কায়সার ভুবন (৩২) নামে এক জুতা ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
এ সময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বনগ্রাম দিলিপ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পরে রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত ব্যবসায়ী বংশালের আলু বাজার পুকুরপাড় এলাকার আবু সায়েমের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওয়ারী থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হয়। আহত ওই ব্যক্তির বাবা জানায়, ছিনতাইকারীরা তার ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ইএইচ