Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত, পরকীয়া প্রেমিক আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১২:৪৩ এএম


কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত, পরকীয়া প্রেমিক আটক

ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ঘাতক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইমাম হোসেন (২০)।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসায় ডেকে এনে সীমা আক্তারকে কুপিয়ে জখম ইমাম হোসেন।

পুলিশ বলছে, পরকীয়া প্রেমের জের ধরে এদিন ইমাম হাসানের বাসায় এসেছিল সীমা। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হলে সীমাকে কুপিয়ে জখম করে ইমাম হোসেন।

মঙ্গলবার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খায়রুল আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের বৌ বাজার এলাকার বাসিন্দা মো. ইমাম হোসেনের (২০) সঙ্গে সীমা আক্তারের (৪০) পরকীয়ার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সীমা আক্তার ইমাম হোসেনের ভাড়া বাসায় দেখা করতে আসে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হলে ইমাম হোসেন তার ঘরে থাকা দা বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সীমাকে।

এ ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় ইমাম হোসেনকে আটক করে এবং সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠাতে বলে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সীমা আক্তার মৃত্যুবরণ করে।

এদিকে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে সীমা আক্তার ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বলে সংবাদ প্রকাশ হয়। এ তথ্যটি সঠিক নয় জানিয়ে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইমাম হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!