Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫,

রংপুরের সিরাজ-উদ-দৌলা: উত্তরাঞ্চলের ‘জ্যেষ্ঠ উপদেষ্টা’ হতে চান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২৫, ০২:৩৭ পিএম


রংপুরের সিরাজ-উদ-দৌলা: উত্তরাঞ্চলের ‘জ্যেষ্ঠ উপদেষ্টা’ হতে চান

রংপুর সদর উপজেলার গুপ্ত পাড়ার বাসিন্দা সিরাজ-উদ-দৌলা চৌধুরী মন্তব্য করেছেন, বাংলাদেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত, এবং এখানকার জনগণের স্বার্থ ও সমস্যা নীতিনির্ধারণে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধির অন্তর্ভুক্তি হলেও, দুঃখজনকভাবে উত্তরাঞ্চলের কোনো প্রতিনিধি নিযুক্ত হয়নি।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, উত্তরাঞ্চল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে শিক্ষা, কৃষি, শিল্প ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে অবকাঠামো, দারিদ্র্য, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই অঞ্চল পিছিয়ে রয়েছে। তিনি উপদেষ্টা পরিষদে একজন দক্ষ এবং অভিজ্ঞ উত্তরাঞ্চলীয় প্রতিনিধির অন্তর্ভুক্তির দাবি জানান।

তিনি আরও বলেন, “আমি সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগদান করতে চাই এবং অবিলম্বে আমাকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাচ্ছি। এতে শুধুমাত্র উত্তরাঞ্চল নয়, দেশের সুষম উন্নয়ন এবং জাতীয় ঐক্য শক্তিশালী হবে।”

সিরাজ-উদ-দৌলা চৌধুরী আশাবাদী যে, তার এই দাবি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং উত্তরাঞ্চলীয় জনগণের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। তিনি উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকারও করেন এবং একে দেশের অন্যান্য অঞ্চলের মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

এছাড়া, তিনি উল্লেখ করেন, “যদি আমাকে সিনিয়র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়, আমি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাত্র দুই সপ্তাহে উন্নত করে ফেলব।”

ইএইচ

Link copied!