Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫,

ঢাকা দক্ষিণ সিটি ও টেলিটকের মধ্যে চুক্তি স্বাক্ষর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৫, ২০২৫, ০৫:০৩ পিএম


ঢাকা দক্ষিণ সিটি ও টেলিটকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায়, টেলিটক বাংলাদেশ লিমিটেড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আওতাধীন ইপিআই কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবাসহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ডা. নিশাত পারভীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতি. দা.) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (সেলস্ এন্ড মার্কেটিং)।

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা. মো. নূর হোসেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (অঞ্চল-৪), মো. হাবিবুর রহমান ব্যক্তিগত সহকারী প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন মো. বেলাল উদ্দিন সজীব, ব্যবস্থাপক (কর্পোরেট সেলস)।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!