নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৫, ০১:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৫, ০১:৪২ পিএম
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিচতলার জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।
সোমবার সকাল ৯টায় ঘটনার সূত্রপাত হলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, সকাল ৯টা ৪৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, আগুনের ফলে গুরুতর কোনো ক্ষতি হয়নি এবং জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র জেনারেটর রুম।
ইএইচ