Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

পোশাক নিয়ে নারীদের উত্ত্যক্ত, সেই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১০, ২০২৫, ১১:৫২ পিএম


পোশাক নিয়ে নারীদের উত্ত্যক্ত, সেই যুবক আটক

নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে সাভারের আমিনবাজার থেকে সাভার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিন রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেইজে খালিদ মাহমুদ হৃদয় খানকে পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করতে দেখা যায়। কী ধরনের পোশাক পরা উচিত, সে কথা বলেছেন তিনি। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন।

পুলিশ সদর দপ্তর জানায়, ওই নারীদের উদ্দেশ্য করে হিজাব বা বোরকা পড়ার কথার সঙ্গে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ‍্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা। একইসঙ্গে সমাজে মা বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছেন, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টি ভঙ্গি নেতিবাচক আকারে উপস্থাপন করেছেন। এসব অভিযোগে আজ বিকালে আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!