Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

৫ দাবিতে শহীদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশ আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১২, ২০২৫, ১০:৪৪ এএম


৫ দাবিতে শহীদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশ আজ

মেডিকেল শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। দাবি আদায়ে তারা বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক মহাসমাবেশের ডাক দিয়েছেন। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রাও করবেন আন্দোলনকারীরা।  

বুধবার (১২ মার্চ) তারা সারাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখছেন। সরকারি-বেসরকারি সব হাসপাতালে ইনডোর, আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ রাখছেন।

তাদের ৫ দাবি হলো—
১. ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটটি প্রত্যাহার। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা। যা ২০১০ সালে সরকার দিয়ে গেছে।

২. উন্নত বিশ্বের মান অনুযায়ী ওটিসি ড্রাগ আপডেট করা। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা।

৩. স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত শূন্যপদে ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠনপূর্বক ৬ষ্ঠ গ্রেডে চাকরির প্রবেশপথ তৈরি। প্রতিবছর চার থেকে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ করে চাহিদার ভারসাম্য বজায় রাখা। চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪-এ উন্নীত করা।

৪. বেকার তৈরির কারখানা সব ম্যাটস প্রতিষ্ঠান এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। তবে এরই মধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থী এবং ডিএমএফদের প্যারামেডিকস হিসেবে পদায়নের ব্যবস্থা করা। এছাড়াও SACMO পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি ব্যবহার চালু। এটি ডাক্তার শব্দের সমার্থক হিসেবে জনগণকে ধাঁধায় ফেলে দেয়।

৫. চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করা।

জানা গেছে, ডাক্তার পদবী নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের রিটের রায়ের দিন আজ। সেজন্য ফের আন্দোলনে নেমেছেন তারা। এর আগেও একই দাবিতে গত মাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা।

মঙ্গলবার (১১ মার্চ) সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ব্যানারে এক দিনের কর্মসূচি পালনের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢামেকের ইন্টার্ন চিকিৎসক নাদিম হোসাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করবেন। সরকারি, বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ থাকবে। মানবিক বিবেচনায় আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালটি, লেবার রুমের কার্যক্রম চলমান থাকবে। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মহাসমাবেশের ডাক দেওয়া হয়। তারা বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবেন। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করবেন তারা।

এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না—এমন দাবি তুলে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও। পরে তাদের সঙ্গে যোগ দেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

বিআরইউ

Link copied!