আমার সংবাদ ডেস্ক
মার্চ ১৫, ২০২৫, ০৩:৩৫ পিএম
আমার সংবাদ ডেস্ক
মার্চ ১৫, ২০২৫, ০৩:৩৫ পিএম
সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ নাগরিক সমাজ (জনাস)-এর উদ্যোগে আজ শুক্রবার (১৪-৩-২০২৫) ঢাকার মিরপুরস্থ নিজস্ব কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি ও ইন্টারন্যাশনাল ইংলিশ একাডেমী’র পরিচালক জনাব নূরুল ইসলাম উকিল এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। মিরপুর অঞ্চলের দুস্থ, অসহায় ও গরীব ব্যক্তিরা উপকৃত হচ্ছে।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, "জনকল্যাণ নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিকভাবে নিজস্ব অর্থায়নে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংস্থার সাধারণ সম্পাদক জনাব মো. মাহবুবুর রহমান সোহেল বলেন, আমাদের সংগঠন হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তা প্রদানে সাধ্যমতো খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমরা মানবতার সেবায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাজের সকল বিত্তবাণদের এসব কাজে আরো বেশি করে এগিয়ে আসার জন্যও তিনি উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, সংগঠনের সদস্যদের পাশাপাশি সিঙ্গাপুর প্রবাসী জনাব আশরাফুল ইসলাম উক্ত কাজে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
এ সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের সহসভাপতি জনাব মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সামসুল আলম খোকা, জনাব মো. কামরুজ্জামান, জনাব মহিউদ্দিন, জনাব মোহাম্মদ মাসুম, আসাদুজ্জামান নূর, জনাব জুলফিকার, সালমা বেগমসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরইউ