আমার সংবাদ ডেস্ক
মার্চ ২১, ২০২৫, ০৭:১৩ পিএম
আমার সংবাদ ডেস্ক
মার্চ ২১, ২০২৫, ০৭:১৩ পিএম
রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তারা জানায়, উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি পাম্প, চেয়ারম্যানটেক ও এর আশপাশ এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছুরি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা বলেন, ‘যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘ধারালো ছুরি, গাঁজা, ইয়াবাসহ ১৫ জনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরএস