Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

রাজধানীতে ৬ তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১, ২০২৫, ০৭:৫১ পিএম


রাজধানীতে ৬ তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিলে একটি বাসার ছয়তলার ছাদ থেকে পড়ে রিপন (২৫) নামে এক পাঠাও চালক মারা গেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে মতিঝিল থানার আরামবাগ স্কুলের পাশে মিয়াজান গলিতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আপন ভাই আব্দুর রহমান জানান, আমার ভাই পেশায় একজন পাঠাও চালক। মতিঝিল আরামবাগ স্কুলের পাশে মিয়াজান গলিতে আমার ফুফাতো ভাইয়ের বাসা। সেখানে আজ সে বেড়াতে গিয়েছিল। পরে ওই বাসার ছয়তলার ছাদ থেকে হঠাৎ পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরএস

 

 

Link copied!