Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

মতিঝিলে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৬, ২০২৫, ০৭:৫৭ পিএম


মতিঝিলে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন
নিহত আয়েশা খান মনি (সামনে)

রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরে ছুরিকাঘাতে আয়েশা খান মনি (৪৪) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর মাসুদ হাওলাদারের বিরুদ্ধে।

রোববার (৬ এপ্রিল) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় আয়েশা খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত মাসুদ হাওলাদারের আরেক ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার বলেন, আমার দেবর মাসুদ হাওলাদার গেন্ডারিয়া এলাকায় একটি সরকারি কলেজের শিক্ষক। সকালের দিকে আমার বড় ভাসুরের স্ত্রী আয়েশা খান মনি বাসার সামনে থাকা অবস্থায় মাসুদ হাওলাদার ভাবিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান ভাবি আর বেঁচে নেই। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানিয়েছি। নিহতের পরিবার মতিঝিল থানায় গেছেন।

আরএস

Link copied!