Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

প্রাইম এশিয়ার শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৬ পিএম


প্রাইম এশিয়ার শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

রাজধানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকেলের ঘটনায় রাতে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

রোববার জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি সালাউদ্দিন।

তিনি বলেন, এ ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মোট আসামী আটজন। তারা সকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা বিষয়টি তদন্ত করছি এবং তাদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

ইএইচ

Link copied!