আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৫, ১১:৩০ এএম
আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৫, ১১:৩০ এএম
রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে মিরপুর ১১ নম্বরের সি ব্লকে একটি ঝুটের গুদাম থেকে এ আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিআরইউ