Amar Sangbad
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫,

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা

বাসস

বাসস

এপ্রিল ২৫, ২০২৫, ১১:০৯ পিএম


পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমের লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন।

শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। অধ্যাপক ইউনূস কাতারের রাজধানী দোহায় চারদিনের সরকারি সফর শেষে সরাসরি রোমে পৌঁছেছেন।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গত সোমবার ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি টানা ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

ইএইচ

Link copied!