কালকিন(মাদারীপুর)প্রতিনিধি
জুন ১২, ২০২২, ০৪:০৭ পিএম
কালকিন(মাদারীপুর)প্রতিনিধি
জুন ১২, ২০২২, ০৪:০৭ পিএম
পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে বিষ প্রয়োগ করে জামাল সরদার নামে এক ব্যবসায়ীর ঘেরের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে করে প্রায় ওই ব্যবসায়ীর প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ব্যবসায়ী মোঃ জামাল সরদার দীর্ঘদিন ধরে ঝুরগাও এলাকার ঢাকিকান্দিতে ৫ একর জমিতে একটি মাছের ঘের তৈরী করেন।
দীর্ঘদিন ধরে জামাল সরদার ওই মাছের ঘেরে রুই, কাতল, মিনার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। কিন্তু পুর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আধারে ওই ঘেরে বিষ প্রয়োগ করে। এতে করে ঘেরের সমস্ত মাছ মড়ে গিয়ে ভেসে ওঠে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ জামাল সরদার বলেন, আমার ঘেরের মাছ বিষ প্রয়োগ করে সব শেষ করে দিয়েছে। আমি থানায় মামলা করবো।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক(তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আমারসংবাদ/এআই