Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভৈরবে ১৫ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভৈরব প্রতিনিধি

ভৈরব প্রতিনিধি

জুন ১২, ২০২২, ০৭:৪৯ পিএম


ভৈরবে ১৫ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ১৫টি হত্যা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সন্ত্রাসী জুয়েলকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পর আভিযানিক দল।  

রোববার (১২ জুন) বিকেল ৫ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভৈরব র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর কান্দির পাড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে জুয়েলকে আটক করা হয়। 

পরে তার স্বীকারোক্তিনুযায়ী রোববার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চকবস্তি গ্রামে জুয়েলের বসতঘর থেকে ১টি বিদেশী রিভলভার ও ২ রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশাল সহ দেশের বিভিন্ন থানায় ১৫টি হত্যা মামলা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সে। 

জিজ্ঞাসাবাদে সে জানায়, কুমিল্লায় অবস্থান করে মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আমারসংবাদ/এআই 

Link copied!