Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুন ১২, ২০২২, ০৮:২৩ পিএম


মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে ভারতে বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক কটুক্তির প্রতিবাদে রাঙমাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার (১২ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি হাজী শরীয়ত উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন-রাঙামাটি ওলামা পরিষদের সাঃ সম্পাদক ও রাঙামাটি জেলা পিসিএনপি সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন-পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ, রাঙামাটি সিনিয়র সহ সভাপতি মাওলানা শুয়াইব।

বিক্ষোভ সামাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানান। পাশাপাশি মন্তব্যকারী বিজেপি নেতাদের শাস্তি দাবি করা হয়।

আমারসংবাদ/এআই

Link copied!