Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১৩, ২০২২, ০৪:৪৪ পিএম


মির্জাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা করেছে থানা পুলিশ। 

রোববার (১২ জুন) রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বদরচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মোনসুর রহমানের ছেলে ইয়াকুব (৩২) বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বদরচালা এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনা-বেচার সময় ২৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগে ২০১৬ সালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশ তাকে মাদকসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আসামী হয়ে জেল খেটেছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক ইকরামুল হক বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হবে।

কেএস 

Link copied!