Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে সড়ক দুর্ঘটনায় সমবায়ের সহকারী পরিদর্শক নিহত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২২, ২০২২, ০৪:১০ পিএম


বরিশালে সড়ক দুর্ঘটনায় সমবায়ের সহকারী পরিদর্শক নিহত

বরিশালের বাবুগঞ্জে ফ্রেস কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় ইউনুস শেখ (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২২ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের অমৃত নগর কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস শেখ বরিশাল সদর উপজেলার মগরপারা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। তিনি মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে মুলাদী সমবায় কার্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিলেন ইউনুস । এসময় অমৃত নগর কারখানার সামনে  বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেন। এতে গুরুত্বর আহত হন তিনি। 

পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ফ্রেস কোম্পানির কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

আমারসংবাদ/এআই 

Link copied!