Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রেমের টানে ভাগ্নিকে নিয়ে উধাও, অতঃপর...

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুর প্রতিনিধি

জুন ২৫, ২০২২, ০৪:০২ পিএম


প্রেমের টানে ভাগ্নিকে নিয়ে উধাও, অতঃপর...
ছবি-প্রতীকী

প্রেমের টানে মামা-ভাগ্নি নিয়ে পালিয়ে যাওয়ার ১২ দিন পর তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। কিশোরী ভাগ্নিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠেছে মামা আনোয়ার হোসেন (২২) নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। 

এই ঘটনার ১২ দিন পর ওই ভাগ্নি কিশোরীকে উদ্ধার ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের গৌরীপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ২৪ জুন রাতে গৌরীপুর থানায় এ ঘটনায় মামলা করেছেন।

এ উপজেলার বোকাইনগর ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে অভিযুক্ত আনোয়ার হোসেন। ভিকটিম কিশোরী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আনোয়ার হোসেন ওই কিশোরীর দুঃসম্পর্কের মামা হয়।

মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে ওই কিশোরীর সঙ্গে আনোয়ার হোসেনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। ১১ জুন বিকেলে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোরীকে ভুল বুঝিয়ে সিএনজি চালিত অটোরিক্সাযোগে রাজধানীর একটি এলাকায় নিয়ে যান আনোয়ার হোসেন। 

পরবর্তীতে তাকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা এলাকার এক আত্মীয়ের বাড়িতে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিবার ধর্ষণ করে ওই যুবক।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে গৌরীপুর থানার পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত যুবককে আটক করে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমারসংবাদ/এআই

Link copied!