Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

লোহাগাড়ায় বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ২৫, ২০২২, ০৫:৪২ পিএম


লোহাগাড়ায় বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি হাজিরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

তিনি আধুনগর ৭ নম্বর ওয়ার্ডের হাজিরাস্তা বাঁকাপুল সংলগ্ন হাজির পাড়ার জসিম উদ্দিনের স্ত্রী ও চার সন্তানের জননী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে উল্লিখিত এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি এস আলম পরিবহনের বাসের সঙ্গে ওই গৃহবধূর ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বর্তমানে বাসটি থানা হেফাজতে রয়েছে।

আমারসংবাদ/এআই 

Link copied!