Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

জুন ২৬, ২০২২, ০৪:২৮ পিএম


ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 

নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে হাসানুর আলম (৩২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রোববার (২৬ জুন) ভোরে উপজেলার উমার ইউনিয়নের খড়মপুর নামক গ্রামে এ ঘটনাটি ঘটে। নিতহ ব্যক্তি ওই এলাকার ফেরদৌস আলীর ছেলে।

স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে, নিহত হাসানুর আলম গত শনিবার রাতের খাবার খেয়ে নিজ বাড়ি থেকে বের হয়। পরদিন ভোরে এলাকাবাসী বাড়ির পাশে একটি আম বাগানের নিচের পুকুরে লাঁশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করেন। নিহত ব্যক্তি দীর্ঘদিন থেকে নেশা করতো আর সে নিজের ইচ্ছেতে আম গাছের সহিত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং দড়ি ছিড়ে পাশের পুকুরে লাশ পড়েছে বলে প্রাথমিক ধারনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, লাশের গলায় ফাঁশের চিহ্ন রয়েছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আমারসংবাদ/এআই

Link copied!