Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

জুন ২৭, ২০২২, ০৬:১২ পিএম


শ্রীপুরে বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল

মাগুরার শ্রীপুর বাহিনীর সহ-অধিনায়ক কিংবদন্তি বীরমুক্তিযোদ্ধা মরহুম মোল্লা নবুয়ত আলীর আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুন) বেলা বারোটায় শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সত্তার। শ্রীপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রেজাউর রহমান রিজু, জেলা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার দপ্তর ওয়ালিদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সরকারী কমান্ডার হুমায়ন কবির, মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জহুরে আলম, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, ওসমান গণি, নজরুল ইসলাম রাজু, মোল্লা মতিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু আনছার নাজাত আশা এবং শ্রীপুর বাহিনীর সহ-অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর সন্তান এ্যাডভোকেট শফিকুল ইসলাম আরাফাত।

আমারসংবাদ/এআই 

Link copied!