Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

আখাউড়ায় ৪০টি কচ্ছপ তিতাস নদীতে অবমুক্ত

মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া

মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া

জুন ২৮, ২০২২, ০৩:৩০ পিএম


আখাউড়ায় ৪০টি কচ্ছপ তিতাস নদীতে অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিতাস নদীতে জব্দকৃত বিরল প্রজাতির চল্লিশটি কচ্ছপ অবমুক্তকরণ হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উপজেলার বড়বাজার ঘাট এলাকার তিতাস নদীতে এই কচ্ছপগুলো অবমুক্তকরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা মৎস কর্মকর্তা রৌণক জাহান, উপজেলা বন বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান কাক্কু, আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, ফকির মোড়া বিউপির নায়েব সুবেদার মোঃ মনির হোসেনসহ বিজিবি ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ কচ্ছপ চোরাইপথে সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ফকির মোড়া ক্যাম্পের জোয়ানরা আব্দুল্লাহপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বস্তায় ভর্তি চল্লিশটি কচ্ছপ জব্দ করে। 

তবে এসময় পাচারের কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান কাক্কু জানান, ভারতে পাচারের সময় চল্লিশটি কচ্ছপ জব্দ করে বিজিবির সদস্যরা পরে কচ্ছপগুলো তাদের কাছে হস্তান্তর করে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৯ ধারায় কচ্ছপগুলোকে স্থানীয় তিতাস নদীতে অবমুক্ত করণ করা হয়।

পরে জব্দকৃত কচ্ছপগলো উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সিদ্ধান্তে কচ্ছপগুলো স্থানীয় তিতাস নদীর গভীর জলাশয়ে অবমুক্তকরণ করা হয়।

আমারসংবাদ/এআই

Link copied!