Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পদ্মার ফেরি মহেশখালী দেওয়ার দাবি সাংসদের

ফুয়াদ মোহাম্মদ সবুজ, মহেশখালী

ফুয়াদ মোহাম্মদ সবুজ, মহেশখালী

জুন ২৮, ২০২২, ০৪:২০ পিএম


পদ্মার ফেরি মহেশখালী দেওয়ার দাবি সাংসদের

বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন ছাড়াও বাংলাদেশের সর্ব দক্ষিণে কক্সবাজার জেলায় যে উন্নয়ন সাধিত হয়েছে তাও অভূতপূর্ব। কক্সবাজার ঘুরে আসলেই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ উন্নয়ন হয়েছে। যেখানে অতীতে কেউ কল্পনাও করেনি সে রেললাইন প্রকল্প এখন শেষ পর্যায়ে। এতে কক্সবাজারের পর্যটন খাতের নানা সুবিধা হবে। 

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারে একাধিক মেগা প্রকল্প গ্রহণ করেছেন। যা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীত করেছেন। মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর স্থাপন করেছেন। অতীতে যারা শুধু স্বপ্নই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করেছেন। প্রমাণ করেছেন আওয়ামীলীগ উন্নয়নের সরকার আওয়ামী লীগ জনগণের সরকার।

অধিবেশনে এমপি আশেক বলেন, মহেশখালীবাসীর দীর্ঘদিনের দাবি কক্সবাজার মহেশখালী ফেরিঘাট কার্যক্রম চালু করা। এ ছাড়া সেতু ও টানেল নির্মাণের কথাও তিনি উল্লেখ করেন। ইতোমধ্যে কয়েক দফায় এ ব্যাপারে আলোচনা হলেও এখনো ফেরী চলাচল ব্যবস্থা হয়নি। 

মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তবায়নাধীন ঐতিহাসিক পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের পরে অনেক ফেরি কোন কাজে আসছে না। এখান থেকে কিছু ফেরী মহেশখালী-কক্সবাজার পারাপারের জন্য ব্যবস্থা করলে মানুষ উপকৃত হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন আপনি জাতির জনকের কন্যা। আপনি রাজনীতি করেন জনগণের। যা বলেন তা বাস্তবায়ন করেন। এর প্রমাণ লবণ চাষীরা বুঝতে পেরেছেন। তিনি গতকাল জাতীয় সংসদে ১৮ তম অধিবেশনে বাজেট বক্তৃতায় এলাকার ব্যাপক উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তববায়নাধীন মেগা প্রকল্পের বিষয় তুলে ধরেন।

কেএস 

Link copied!