Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি 

ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি 

জুন ২৮, ২০২২, ০৪:৩৬ পিএম


ফুলবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন,-কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীর সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলামসহ জনপ্রতিনিধি সুধি সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। 

এসময় গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে মাদক দ্রব্য অপব্যবহার রোধে বিভিন্ন প্রকার পরামর্শ নেয়া হয়। ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সকলকে দূর্বর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আমারসংবাদ/এআই 

Link copied!