Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভেড়ামারায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড  

ভেড়ামারা প্রতিনিধি 

ভেড়ামারা প্রতিনিধি 

জুন ২৮, ২০২২, ০৮:২৫ পিএম


ভেড়ামারায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড  

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য রাখা ও সেবনের অভিযোগে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার(২৮ জুন) সকালে ধরমপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে মাজেদ (৩৫) ও রিয়নকে (২২) টাপেন্টাবল ট্যাবলেটসহ আটক করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বেলাল হোসেন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন দক্ষিণ ভবানীপুর এলাকায় মাজেদ ও রিয়ন টাপেন্ডাবল ট্যাবলেট সেবন করছে পরে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Link copied!