ইব্রাহীম, বাঘাইছড়ি
জুন ২৯, ২০২২, ০৩:৩১ পিএম
ইব্রাহীম, বাঘাইছড়ি
জুন ২৯, ২০২২, ০৩:৩১ পিএম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের উৎস হিসাবে, নিবন্ধিত জেলে পরিবারকে এক লক্ষ টাকার ছাগল প্রদান করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২৯ জুন দুপুরে উপজেলা পরিষদের সামনে উপকারভোগী জেলেদের মাঝে ৬টি করে ছাগল দেওয়া হয়। ছাগল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা , ৮ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর রুবেল চাকমা প্রমুখ।
এসময়ে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা বলেন, বাঘাইছড়ি উপজেলার নিবন্ধিত জেলে পরিবারদের গত ৫ বছর যাবত তাদেরকে বিকল্প আয় বর্ধনের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেলাই মেশিন, ভেড়া, ছাগল ইত্যাদি দেওয়া হচ্ছে। আজ প্রতিটি পরিবারকে ছয়টি করে মোট এক লক্ষ টাকার ছাগল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুনামা আক্তার বলেন, বছরের নির্দিষ্ট একটা সময় জেলেরা মাছ ধরতে পারে না। তখন তাদের আয় রোজগার থাকে না। তাদের বিকল্প আয়ের জন্য এসব ছাগল দেওয়া হয়েছে। উদ্দেশ্যে হলো ছাগলগুলো পালন করে তারা যেন আয় বাড়াতে পারে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।
কেএস