Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জুন ২৯, ২০২২, ০৫:৩৭ পিএম


জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা 

নীলফামারী জলঢাকা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরে ৭৯ কোটি ৭৯ লাখ ১ হাজার ৭৩০ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। 

বুধবার (২৯জুন) বিকেলে পৌরসভা মিলনায়তনে ৭৯ কোটি ৭৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা আয় এবং ৭৯ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ের বাজেট পেশ করেন তিনি। এবারের বাজেটে ১২ লাখ ২৬ হাজার ৭৩০ টাকা উদ্বৃত্ত রাখা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব আশরাফুরজ্জামান, প‍্যানেল মেয়র রঞ্জিৎ কুমার, কাউন্সিলর আবুল বাশার মিন্টু, আব্দুল মান্নান, হাবিবুর রহমান মন্টু, আনোয়ার হোসেন, আফরোজা হাফিজ, হিসাব রক্ষক আওলাদ হোসেন, কাউন্সিলর দুলালী বেগম, ফজলুর রহমান ও রুহুল আমিনসহ সকল কাউন্সিলার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

বাজেট অনুষ্ঠানে মেয়র বাবলু পৌরসভার উন্নয়নের জন্য নিয়মিত কর দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি পৌরবাসীর সহযোগিতা চেয়ে আরো বলেন, আসুন আমরা সবাই জলঢাকা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিনত করি। জলঢাকা পৌরসভা এই বাজেট সভার আয়োজন করেন।
 

Link copied!