Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরগুনায় ইয়াবা ও আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

জুলাই ১, ২০২২, ০৩:০৮ পিএম


বরগুনায় ইয়াবা ও আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরগুনার ছোট লবনগোলা এলাকা থেকে  শুক্রবার (১ জুলাই) সকালে ৩০০ ইয়াবা ও ২ গ্রাম আইসসহ মো. ছগির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরগুনা কার্যালয়ের উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ছগিরের বসত ঘরে তল্লাশি করে ৩০০ ইয়াবা ও ২ গ্রাম আইস পাওয়া যায়। এসময় ছগিরকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামের ইসমাইল মৃধার ছেলে ছগির দীর্ঘ দিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে। 

উপ-পরিদর্শক জাকির হোসেন আরো জানান, ছগির আনেক দিন ধরে আমাদের নজরদারিতে ছিলো আজকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি সে একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করে সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

আমারসংবাদ/টি এইচ

Link copied!