Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

তালা ভাঙেনি, শাটার খুলে লক্ষাধিক টাকা চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১, ২০২২, ০৪:৩৩ পিএম


তালা ভাঙেনি, শাটার খুলে লক্ষাধিক টাকা চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে গার্মেন্টস’র দোকান থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে মির্জাপুর পৌরসদরের মসজিদ মার্কেটের সামনে সনি গার্মেন্টস নামক দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক হাসান শাহরিয়ার জানায়, সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পাওয়ার পর দেখেন দোকানের ক্যাশে থাকা ১ লাখ ২০ হাজার টাকা চুরি হয়ে গেছে। পরে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন। চুরি হলেও তালা ভাঙেনি। দোকানের সিসিটিভির ফুটেজে দেখা যায়, চোর দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে শাটারটি একটু নিচু করে ২ মিনিটের মধ্যে ক্যাশে থাকা টাকা একটি ব্যাগে ভরে শাটারটি বন্ধ করে চলে যায়। তবে, ফুটেজে চোরের চেহারা শনাক্ত করা যায়নি। 

তালা না ভাঙার সন্দেহে তিনি ধারণা করে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিচিত মানুষই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চোর শনাক্ত ও চুরি যাওয়া টাকা উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস 
 

Link copied!