Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, থানায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জুলাই ১, ২০২২, ০৪:৫৭ পিএম


প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, থানায় মামলা

গাইবান্ধার ফুলছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় আসাদুল ইসলাম আশিক (২২) ও গাজিউর রহমান (২৫) নামের দুই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১ জুন) দুপুরে মামলার বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

এরআগে গত বুধবার রাতে উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদি হয়ে থানায় এই মামলা দায়ের করেন। আসামি আসাদুল ইসলাম ওই উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি এলাকার সোহরাব হোসেনের ছেলে ও আসামি গাজিউর রহমান একই এলাকার বেলাল মির্জার ছেলে।

মামলার এজাহারে বলা হয়, আসাদুল ইসলামের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম "মা আমার পৃথিবী" (এস এম আসাদুল) নামক ফেসবুক আইডিতে "পদ্মা সেতুর নাট খোলাতে হাসিনা বুবুর কলিজায় লাগে তাহলে আমাদের কলিজার টুকরো বিশ্ব নবীকে অপমান করায় কেন কলিজায় লাগলোনা হাসিনা বুবুর" লিখে কটাক্ষ করে আপত্তিকর পোস্ট করে। ওই পোস্টের মন্তব্য বক্সে (কমেন্ট বক্স) গাজিউর রহমান "হাসিনা যে হিন্দু মোদির চোদা তাই, এটাতো বাংলাদেশির সরকার না বাংলা মানুষের শত্রু ওদের শুধু পদ্মা সেতু নিয়ে মরে সালি হাসিনা" এছাড়া ইংরেজিতে "মোদি আর হাসি এক সাথে মরবে দেখিস" বলে মন্তব্য করেন। 

বিষয়টি গত মঙ্গলবার রাতে ফুলছড়ি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের ফেসবুক ম্যাসেঞ্জারে স্কীনশর্টের মাধ্যমে দৃষ্টিগোচর হয়। এঘটনায় পরের দিন রাতে ডিজিটাল নিরাপত্তা আইন, আক্রমনাত্মক ও মিথ্যাভাবে মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটনার উদ্দেশ্যের অভিযোগে আসাদুল ইসলাম ও গাজিউর রহমানকে আসামি করে ফুলছড়ি থানায় মামলা দায়ের করেন শহিদুল ইসলাম। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী আমার সংবাদকে জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে  আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করে ফেসবুকে প্রচার করার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।  আসামিদের গ্রেপ্তারে ফুলছড়ি থানা পুলিশের সব ধরনের অভিযান অব্যহত রয়েছে।

কেএস 

Link copied!